ঢাকা, শনিবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রেজাউলের নির্বাচনী প্রচারণায় ডা. রোকেয়া সুলতানা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৮, জানুয়ারি ২১, ২০২১
রেজাউলের নির্বাচনী প্রচারণায় ডা. রোকেয়া সুলতানা 

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) নগরের জামালখান ওয়ার্ডে নানা শ্রেণি ও পেশার মানুষের কাছে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. সেলিম চৌধুরী, ডা. মোতাহের হোসেন চৌধুরী, ডা. মুশফিকুর রহমান চৌধুরী এবং ডা. বিদ্যুৎ বড়ুয়া।

ডা. রোকেয়া সুলতানা বলেন, সমৃদ্ধি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীকে জয়ী কতে হবে।

রেজাউলকে ভোট দিয়ে মেয়র করতে হবে।  

পরে জামালখান এলাকার দিনমজুর, ছিন্নমূল মানুষের কাছে করোনা প্রতিরোধে মাস্ক বিতরণ করেন ডা. রোকেয়া সুলতানা।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।