ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিএনপির হামলা উদ্দেশ্যমূলক, অভিযোগ আওয়ামী লীগের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
বিএনপির হামলা উদ্দেশ্যমূলক, অভিযোগ আওয়ামী লীগের

চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়ি বিএনপি কার্যালয় সংলগ্ন এলাকায় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেতাদের উপর উদ্দেশ্যমূলকভাবে হামলা করেছে বলে অভিযোগ করেছেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তারা।

 

লিখিত বক্তব্যে ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া বলেন, আমাদের নেতাকর্মীরা নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণা শেষ করে যাওয়ার সময় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। তারা আমাদের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে।

আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহতের চেষ্টা করেছে।  

তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় এজাহার দিয়েছি। আশাকরি প্রশাসন ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ তারা যেন ব্যবস্থা নেয়।

সংবাদ সম্মেলনে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম বাবুলসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল নামে এক ছাত্রলীগ নেতা।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।