ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুই ভবন মালিককে ৩৭ লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
দুই ভবন মালিককে ৩৭ লাখ টাকা জরিমানা 

চট্টগ্রাম: নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের দায়ে দুই ভবন মালিককে ৩৭ লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।  

নগরের আগ্রাবাদ শেখ মুজিব রোডের হোটেল ইস্টার্ন ভিউ এবং এসডি ট্রেড সেন্টার নামে দুই ভবন মালিককে এ জরিমানা করা হয়।

 

বুধবার (২০ জানুয়ারি) সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলমের আদালত এ জরিমানা পরিশোধের আদেশ দেন।  

আসামিরা হলেন- হোটেল ইস্টার্ন ভিউ’র মালিক মো. জসিম উদ্দিন ভুঁইয়া ও তার স্ত্রী কোহিনুর বেগম, মোজাম্মেল হোসেন ও তার স্ত্রী হোসনে আরা বেগম এবং এসডি ট্রেড সেন্টারের মালিক সাইফুদ্দিন ও নুর উদ্দিন।

 

সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার ফয়েজ আহমেদ বাংলানিউজকে জানান, নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণের দায়ে নগরের আগ্রাবাদ শেখ মুজিব রোডের হোটেল ইস্টার্ন ভিউ ও এসডি ট্রেড সেন্টারের ভবন মালিককে ৩৭ লাখ টাকা জরিমানা করেছেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত।  

এরমধ্যে, আগ্রাবাদ শেখ মুজিব রোডে ৬ তলা ভবনের অনুমতি নিয়ে ৮ তলা নির্মাণের দায়ে হোটেল ইস্টার্ন ভিউ’র মালিক মো. জসিম উদ্দিন ভুঁইয়াকে ৫ লাখ ও তার স্ত্রী কোহিনুর বেগমকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। দোষ স্বীকার করায় জরিমানা করে তাদের মামলা নিষ্পত্তি করা হয়েছে।  

তিনি আরও বলেন, একই এলাকায় এসডি ট্রেড সেন্টারে ৬ তলা ভবনের অনুমতি নিয়ে ১১তলা নির্মাণের দায়ে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়। এরমধ্যে আসামি মো. জসিম উদ্দিন ভুঁইয়াকে ৮ লাখ ও তার স্ত্রী কহিনুর বেগমকে ৩ লাখ টাকা, সাইফুদ্দিনকে ৮ লাখ ও নুর উদ্দিনকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এমআর/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।