ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নারীদের সামনে অশালীন আচরণ, বৃদ্ধের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
নারীদের সামনে অশালীন আচরণ, বৃদ্ধের কারাদণ্ড

চট্টগ্রাম: বোয়ালখালীতে জমি নিয়ে বিরোধের জেরে নারীদের সামনে অশালীন আচরণ করায় সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার পোপাদিয়া এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড দেন।

অভিযানে নেতৃত্বে দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।

দণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুরু মেম্বার বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।

ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বাংলানিউজকে বলেন, জমির বিরোধ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সিরাজুল ইসলাম অন্যপক্ষের নারীদের অশালীন ভাষায় গালি দেন। লুঙ্গি তুলে তাদের ইভটিজিং করেন।

তিনি বলেন, এই ঘটনার ভিডিও, সাক্ষীদের সাক্ষ্য ও অভিযুক্ত আসামীর স্বীকারোক্তি আমলে নিয়ে সিরাজুল ইসলামকে দণ্ডবিধি ৫০৯ অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad