ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিক নির্বাচন: ইসিতে অভিযোগের পাহাড় 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১
চসিক নির্বাচন: ইসিতে অভিযোগের পাহাড় 

চট্টগ্রাম: সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকে গত ১২ দিনে অভিযোগের পাহাড় জমেছে নির্বাচন কমিশনে।  

মঙ্গলবার (১৯ জানুয়ারি) পর্যন্ত ইসি আঞ্চলিক কার্যালয়ে মেয়র ও বিভিন্ন কাউন্সিলর প্রার্থীর ৪৪টি অভিযোগ জমা পড়ে।

 

এর মধ্যে ১০ জানুয়ারি ১টি, ১১ জানুয়ারি ৩টি, ১২ জানুয়ারি ৫টি, ১৩ জানুয়ারি ২টি, ১৪ জানুয়ারি ৬টি, ১৫ জানুয়ারি ১টি, ১৬ জানুয়ারি ৬টি, ১৭ জানুয়ারি ৬টি, ১৮ জানুয়ারি ১ টি, ১৯ জানুয়ারি ৪টি অভিযোগ জমা পড়ে।

মোট অভিযোগের মধ্যে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেন ৯টি অভিযোগ করলেও বিপরীতে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী ২টি অভিযোগ জমা দেন।

মোট জমা পড়া অভিযোগের মধ্যে ১৮টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে বলে জানান চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।  

তিনি বাংলানিউজকে বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখে বেশ কয়েকটি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। অন্য যেসব অভিযোগ রয়েছে সে বিষয়গুলো নিয়ে তদন্ত চলছে৷ 

অভিযোগ থাকলেও সিটি নির্বাচনের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে পারবো। যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২১ 
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।