ঢাকা, শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিনিয়োগকারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫২, জানুয়ারি ১৮, ২০২১
দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিনিয়োগকারীরা ...

চট্টগ্রাম: বেপজার চেয়ারম্যান মেজর জেনারেল মো. নজরুল ইসলাম বলেছেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিনিয়োগকারীরা। বেপজার সঙ্গে বেপজিয়ার সুসম্পর্ক বজায় রাখার ফলে ইপিজেডে বিনিয়োগকারীরা আরও বেশি উপকৃত হবেন।

  

বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের ( বেপজিয়া) সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সোমবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম ইপিজেডের ইনভেস্টরস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যাসিফিক জিন্স গ্রুপের চেয়ারম্যান এম নাসির উদ্দিন।

স্বাগত বক্তব্য দেন জোনাল প্রেসিডেন্ট খাজা মঈনুদ্দিন ফরহাদ, বিজিএমইএ পরিচালক অঞ্জন শেখর দাশ, ইয়াং ওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শায়খ শাহীনুর রহমান, বেপজিয়ার জোনাল সেক্রেটারি আজিজুল বারি চৌধুরী জিন্নাহ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বেপজিয়ার এক্সিকিউটিভ সেক্রেটারি মোস্তফা জুয়েল।

বাংলাদেশ সময়: ২২৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।