ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ ইট ভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৩, জানুয়ারি ১৮, ২০২১
অবৈধ ইট ভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: লোহাগাড়ায় অভিযান চালিয়ে ৩টি অবৈধ ইট ভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৮ জানুয়ারি) লোহাগাড়ার বিভিন্ন ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

 

পরিবেশ অধিদফতরের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্বে দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।

অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লংঘনের দায়ে এমআরবি, এসবিএম এবং এইচবিএম নামের তিনটি ইট ভাটার মালিককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

উচ্চ আদালতের নির্দেশনায় চট্টগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বাংলানিউজক জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।