ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, জানুয়ারি ১৮, ২০২১
কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু প্রতীকী ছবি।

চট্টগ্রাম: রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. ইব্রাহিম নামে ২৮ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন।  

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে নগরের টাইগার পাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম চকবাজার থানাধীন ল্যাবরেটরি স্কুলের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, টাইগার পাস মোড়ে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ওই যুবক।

পরে  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, রোববার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় সুলতানা মন্দির নামক স্থানে চট্টগ্রামমুখী রিল্যাক্স পরিবহনের একটি বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে যাত্রীরা আহত হলেও কেউ নিহত হয়নি বলে জানিয়েছেন বার আউলিয়া হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) হাসনাত পাটোয়ারি।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।