চট্টগ্রাম: সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণে সংশ্লিষ্ট প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে নগরের ৪টি কেন্দ্রে এই প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণ কেন্দ্রগুলো হলো- সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রহমানিয়া উচ্চ বিদ্যালয়, পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয় (বালিকা শাখা)।
নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মাদ হাসানুজ্জামান বাংলানিউজকে বলেন, সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছে।
প্রসঙ্গত, ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীসহ মোট ২৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪১টি ওয়ার্ডে ভোটকেন্দ্র রয়েছে ৭৩৫টি। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সিটি করপোরেশন এলাকায় মোট ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এর মধ্যে নারী ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমএম/এসি/টিসি