ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গণপিটুনিতে ডাকাতের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
গণপিটুনিতে ডাকাতের মৃত্যু  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: সীতাকুণ্ডে গ্রামবাসীর গণপিটুনিতে এক ডাকাতের মৃত্যু হয়েছে।
 
সোমবার (১৮ জানুয়ারি) ভোর চারটার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা গ্রামে এ ঘটনা ঘটে।


 
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বাংলানিউজকে বলেন, ‘এলাকার যুবকরা পাহারা দিচ্ছিল। ভোরে ১২-১৩ জনের ডাকাত দল গ্রামে ঢুকলে খবর পেয়ে স্থানীয়রা গণপিটুনি দেয়।
পরে পুলিশ গিয়ে ওই ডাকাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওই ডাকাতের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।