ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সমন্বয় সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে সমন্বয় সভা সিএমপির সমন্বয় সভা।

চট্টগ্রাম: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিপাক্ষিক সিরিজের চট্টগ্রাম পর্ব উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।  

রোববার (১৮ জানুয়ারি) সিএমপি’র কনফারেন্স হলে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

পরে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।  

তিনি সাংবাদিকদের বলেন, ২৩ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজ দল চট্টগ্রামে আসবে।

আমরা দুটো চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করছি। একটি কোভিড এবং অন্যটি নির্বাচন। সব মিলিয়ে আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। আমরা আশা রাখছি সাফল্যের সঙ্গে এই আয়োজন সম্পন্ন করতে পারবো।  

তিনি আরও বলেন, করোনার কারণে দর্শক মাঠে থাকবে না। যারা দলে থাকবেন তাদের সাতদিন আগে থেকে কোয়ারেন্টিন, করোনা টেস্ট করানো হবে। ভেন্যুভিত্তিক নিরাপত্তা ছাড়াও টিমগুলোকে আনা নেওয়ার ব্যাপারে  নিরাপত্তা থাকবে। পুলিশ, র‌্যাব এবং অন্যান্য সংস্থার সদস্যরাও কাজ করবেন।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।