ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু ভোট দিতে এসেছেন ভোটাররা।

চট্টগ্রাম: দ্বিতীয় পর্যায়ের পৌরসভা নির্বাচনে চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায় ভোটগ্রহণ শুরু হয়েছে।  

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আতাউর রহমান।

 

তিনি বাংলানিউজকে বলেন, নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

আশা করছি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে পারবো। নির্বাচনে দুই মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সন্দ্বীপ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৭টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ২৬ জন। এই পৌরসভায় ব্যালট পেপারে ভোটগ্রহণ হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।