ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিক নির্বাচন: মাইক ভাংচুরের অভিযোগ রেজাউলের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
চসিক নির্বাচন: মাইক ভাংচুরের অভিযোগ রেজাউলের

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রচারণায় লিফলেট বিতরণে বাধা ও মাইক ভাংচুরের অভিযোগ এনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নির্বাচন কমিশন কার্যালয়ে মেয়র প্রার্থী রেজাউল করিমের অভিযোগসহ নতুন করে ৫টি অভিযোগ জমা পড়েছে।

 

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বাংলানিউজকে বলেন, অজ্ঞাত সন্ত্রাসী প্রচারণায় বাধা দিয়েছেন বলে অভিযোগ করেছেন মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। আমরা বিষয়টি তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পাঠিয়েছি।

এখন পর্যন্ত ১৭টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। এরমধ্যে ৫টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।  

আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে ৭ জন মেয়র প্রার্থীসহ মোট ২৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ৪১টি ওয়ার্ডে ৭৩৫টি ভোটকেন্দ্র রয়েছে। মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। এদের মধ্যে নারী ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩ জন এবং পুরুষ ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এমএম/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।