ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পৌর নির্বাচন: সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশে নৌকার প্রার্থী যারা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, জানুয়ারি ১৩, ২০২১
পৌর নির্বাচন: সাতকানিয়া, পটিয়া, চন্দনাইশে নৌকার প্রার্থী যারা

চট্টগ্রাম: আসন্ন সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়েছে।  

বুধবার (১৩ জানুয়ারি) আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে মেয়র পদে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

 

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।  

পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাতকানিয়ায় বর্তমান পৌর মেয়র ও দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোহাম্মদ জোবায়ের, পটিয়ায় মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আইয়ু্ব বাবুল ও চন্দনাইশে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মু. মাহবুবুল আলম।

 

দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রদান করা হয়েছে। সাতকানিয়ায় মোহাম্মদ জোবায়ের, পটিয়ায় মো. আইয়ু্ব বাবুল ও চন্দনাইশে মু. মাহবুবুল আলম মনোনয়ন পেয়েছেন।  

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।