ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে ৮ ম্যাজিস্ট্রেটের অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
চসিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে ৮ ম্যাজিস্ট্রেটের অভিযান

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) নগরের বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নগরের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

তিনি নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গ করে ব্যানার ও পোস্টার লাগানোর দায়ে ২ জনকে ১ হাজার ২০০ টাকা জরিমানা করেন।

১১, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান। ১৪, ১৫ ও ২১ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর। ২২, ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

১৬, ২০ ও ৩২ ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন রায়। ৩৯, ৪০ ও ৪১ নং ওয়ার্ড ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ।  

১৭, ১৮ ও ১৯ ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান। ১২, ২৩ ও ২৪ ওয়ার্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

তবে এসব ওয়ার্ডে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাননি ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।