ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম থেকে অপহৃত শিশু, টেকনাফ থেকে উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
চট্টগ্রাম থেকে অপহৃত শিশু, টেকনাফ থেকে উদ্ধার

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানাধীন হিলভিউ এলাকা থেকে অপহরণের শিকার ৪ বছর বয়সী এক শিশুকে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে উদ্ধার্ করেছে পাঁচলাইশ থানা পুলিশ।  

রোববার (১০ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

উদ্ধারের পর শিশুটিকে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

৮ জানুয়ারি সকালে হিলভিউ আবাসিক এলাকার ৩ নম্বর রোডের বাসা থেকে চকোলেটের লোভ দেখিয়ে শিশুটিকে নিয়ে যায় টেকনাফ হ্নীলা এলাকার মোসারিকুল হাসান প্রকাশ রিফাত (২০) নামে এক যুবক।

পরে শিশুটির মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয় বলে জানিয়েছে পুলিশ।  

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বাংলানিউজকে বলেন, ৮ জানুয়ারি সকালে হিলভিউ আবাসিক এলাকার ৩ নম্বর রোডের বাসা থেকে চকোলেটের লোভ দেখিয়ে শিশুটিকে অপহরণ করে নিয়ে যায় মোসারিকুল হাসান প্রকাশ রিফাত। পরে শিশুটির মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়। অভিযোগ পেয়ে টেকনাফ হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেওয়া হয়।  

ঘটনার সঙ্গে জড়িত মোসারিকুল হাসান প্রকাশ রিফাতকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি আবুল কাশেম ভুঁইয়া।  

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।