ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাশুড়িকে খুনের দায়ে পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
শাশুড়িকে খুনের দায়ে পুত্রবধূর যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম: ২০১৪ সালে আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকায় শ্বাশুড়িকে গলাকেটে হত্যার দায়ে নাইম উদ্দিন লিজা (২৬) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন।  

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রুবেল পাল বাংলানিউজকে বলেন, ২০১৪ সালে আনোয়ারা উপজেলার বরুমচড়া এলাকায় শ্বাশুড়িকে গলাকেটে হত্যার দায়ে নাইম উদ্দিন লিজা নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দিয়েছেন।

অ্যাডভোকেট রুবেল পাল জানান, ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর নিজ বাড়িতে খুন হন বরুমচড়া এলাকার সোহাগ খাতুন। এ ঘটনায় নাইম উদ্দিন লিজার বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা দায়ের হয়। গ্রেফতারের পর আদালতে নাইম উদ্দিন লিজা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। লিজা জানান, প্রতিবেশি দেবর হাফিজুল ইসলাম কফিলসহ মিলে সোহাগ খাতুনকে গলাকেটে খুন করেন। ২০১৪ সালের ২০ নভেম্বর লিজার সঙ্গে তাকেও আসামি করে দুইজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। রোববার আদালত নাইম উদ্দিন লিজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও হাফিজুল ইসলাম কফিলকে খালাস দেন। আমরা রায়ের কপি পাওয়ার পর উচ্চ আদালতে যাবো।  

তিনি জানান, ২০১৬ সালের ২৫ জানুয়ারি আদালত দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন। মামলায় মোট ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।