ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে কম্বল বিতরণ

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেছেন, কালের কণ্ঠ প্রতিষ্ঠাকাল থেকে সমাজ উন্নয়নে কাজ করছে। দেশের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে।

রোববার (১০ জানুয়ারি) কালের কণ্ঠের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরের ১৮ নম্বর লালখান বাজার ওয়ার্ডের কুসুমবাগ এলাকার ইলমুল কোরআন এতিমখানায় শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি  বলেন, এতিম, দুস্থ ও অসহায় শিশুদের পাশে দাঁড়িয়ে কালের কণ্ঠের শুভসংঘ আবারও প্রমাণ করল ‘শুভ কাজে সবার পাশে’ তারা আছে এবং থাকবে।

দুস্থ জনগোষ্ঠীর পাশে তারা সবসময় সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।

কালের কণ্ঠ শুভসংঘ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক এবিএম ইকবাল হায়দারের সঞ্চালনায় শীতবস্ত্র  বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠ চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম, ডেপুটি ব্যুরো প্রধান শিমুল নজরুল, ইলমুল কোরআন এতিমখানার পরিচালক মাওলানা আবদুল আওয়াল প্রমুখ।

অনুষ্ঠানে এতিমখানার ৭৫ এতিম শিশুর হাতে কম্বল তুলে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।