ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিক নির্বাচন 

রেজাউল করিমের পক্ষে কাজ করবে জাতীয় পা‌র্টি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
রেজাউল করিমের পক্ষে কাজ করবে জাতীয় পা‌র্টি রেজাউল করিমকে ফু‌লের নৌকা উপহার দেন জাতীয় পা‌র্টির নেতারা।

চট্টগ্রাম: আসন্ন চট্টগ্রাম সি‌টি করপোরেশন নির্বাচ‌নে আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী মো. রেজাউল ক‌রিম চৌধুরীর পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত ক‌রেছে মহানগর জাতীয় পা‌র্টি।

রোববার (১০ জানুয়ারি) দুপু‌রে চট্টগ্রাম প্রেস ক্লা‌বের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আ‌য়ো‌জিত মতবি‌নিময় সভায় এ অঙ্গীকার করেন নেতারা।

এসময় তারা রেজাউল করিমকে ফু‌লের নৌকা উপহার দি‌য়ে বরণ ক‌রে নেন। বক্ত‌ব্যে জাতীয় পা‌র্টির নেতারা সৎ ও যোগ্য প্রার্থী হি‌সে‌বে চট্টগ্রা‌মের ঐ‌তিহ্য এবং গৌরবগাথার সঙ্গে মি‌শে থাকা বহদ্দার বাড়ির সন্তান বীর মু‌ক্তি‌যোদ্ধা রেজাউল ক‌রিম‌কে নৌকা প্রতি‌কে বিজয়ী কর‌তে কাজ করার ঘোষণা দেন।

 

তপন চক্রবর্তীর সভাপ‌তি‌ত্বে ও আনিসুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সভায় বক্তব্য দেন আবুল কালাম আজাদ, নীল কমল সুশীল, গিয়াস উ‌দ্দিন, কামাল উ‌দ্দিন, রিয়াজ উ‌দ্দিন, নুরুন নাহার বেগম, আ‌তিকুল হক, না‌ছির উ‌দ্দিন ছিদ্দিকী, ওসমান খাঁন, ইউনুচ আলকরনী, জাহাঙ্গীর আলম, আবছার উ‌দ্দিন র‌নি, অধ্যাপক নুরুল বশর সুজন, রা‌বেয়া বশরী বকুল, আ‌মিনুল হক আ‌মিন, হারুন উর র‌শিদ, শওকত আকবর, কায়সার হা‌মিদ মুন্না, এম আজগর, এস এম সাইফুল্লাহ, এম এ শুক্কুর, সুমন বড়ুয়া, শ‌ফিকুল মোল্লা ও বাপ্পী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।