ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহসিন কলেজ ছাত্রলীগের শ্রদ্ধা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মহসিন কলেজ ছাত্রলীগের শ্রদ্ধা মহসিন কলেজ ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন।

চট্টগ্রাম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখা ছাত্রলীগ।

রোববার (১০ জানুয়ারি) সকালে কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ছাত্রলীগ নেতা-কর্মীরা।

পরে মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মায়মুন উদ্দীন মামুনের সভাপতিত্বে ও  হারুন অর-রশীদ হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

মায়মুন উদ্দীন মামুন বলেন, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে মুক্তি লাভ করে তাঁর স্বপ্নের স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে ফিরে আসেন এ দিনে।

বাঙালি জাতি বঙ্গবন্ধুর নির্দেশে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জন করে। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্ত স্বাধীন বাংলাদেশে ফিরে আসার মাধ্যমে সে বিজয় পূর্ণতা লাভ করে।  

এ সময় উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা তাফহিমুল ইসলাম সোহেল, আরিফুল ইসলাম, মীর মোহাম্মদ রবি, তৌহিদুল হক কাইসার, মীর মোহাম্মদ সাফায়েত, সাফায়েত ফাহিম, মোজাম্মেল হোসেন জিগার, ইমরান হোসাইন ইমন, নাজিম আহমেদ, মোরশেদুল আলম রাহা, জুবায়েদ হোসাইন, আয়াছ মোহাম্মদ, বিবেক রয়, নুরুল আবছার নিহাল, শওকত উসমান, রাহুল দে, নাজিম উদ্দীন, আরাফাত জুলফী, শাহেদ বিন মমতাজ, সুদীপ্ত শিকদার, আতাউর রহমান ফয়সাল, আজিজুল ইসলাম সাইমন, বোরহান উদ্দীন, মো. ইমতিয়াজ, মো. আসিফ, আফনান ইমরান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।