ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
গাড়ির ধাক্কায় প্রাণ গেল পথচারীর

চট্টগ্রাম: গাড়ির ধাক্কায় সফিউল আলম সুন্দর নামে ৫৫ বছর বয়সী এক পথচারীর মৃত্যু হয়েছে।  

শনিবার (৯ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সফিউল আলম সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দোয়াজি পাড়া এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, রাস্তা পার হওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়ী ধাক্কা দিলে গুরুতর আহত হন সফিউল।

পরে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।