ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চ‌সিক নির্বাচন

সভায় শুরু দুই মেয়র প্রার্থীর প্রচারণা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
সভায় শুরু দুই মেয়র প্রার্থীর প্রচারণা  ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী রেজাউল ক‌রিম চৌধুরী ও ডা. শাহাদাত হোসেন মতবিনিময় সভার মাধ্যমে শুরু করেছেন ২য় দিনের প্রচারণা।

শনিবার (৯ জানুয়ারি) সকালে নতুন ফিসারী ঘাট এলাকায় সোনালী যা‌ন্ত্রিক মৎস্য শিল্প সমবায় স‌মি‌তি আ‌য়ো‌জিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী বীর মু‌ক্তি‌যোদ্ধা মো. রেজাউল ক‌রিম চৌধুরী।

 

এসময় রেজাউল ক‌রিম চৌধুরী ব‌লেন, সরকার মৎস্য শি‌ল্পের উন্নয়‌নে ব্যাপক কর্মসূচি নি‌য়ে কাজ কর‌ছে। বঙ্গবন্ধু তনয়া জন‌নেত্রী শেখ হা‌সিনার সুদৃঢ় নেতৃ‌ত্বে আন্তর্জা‌তিক আদাল‌তে লড়াই‌য়ে আমরা ভারত ও মিয়ানমা‌রের কাছ থে‌কে বিশাল সমুদ্রসীমা জয় ক‌রে‌ছি।

এ সমুদ্রসীমায় র‌য়ে‌ছে ব্যাপক সম্ভাবনা, মৎস্য তার ম‌ধ্যে অন্যতম। যা‌ন্ত্রিক মৎস্য ব্যবসায়ী কর্মী‌দের সরকারি কর্মপ‌রিকল্পনার প্রতি আনুগত্যের কার‌ণে বাংলা‌দেশ বি‌শ্বের শ্রেষ্ঠ ইলিশ উৎপাদনকারী দেশ। যারা লক্ষ লক্ষ টাকার যা‌ন্ত্রিক নৌযান ও কর্মী পা‌ঠি‌য়ে গভীর সমু‌দ্রে মৎস্য আহরণে কাজ কর‌ছেন, তারা ঝুঁকি নি‌য়ে দে‌শের জন্য অসীম সাহ‌সী ভূ‌মিকা রাখ‌ছেন। চট্টগ্রা‌মের মৎস্য ব্যবসায়ীরা এ‌দের ম‌ধ্যে অন্যতম।

তিনি বলেন, মৎস্য আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকর‌ণে ব্যবসায়ীরা কিছু সমস্যার সম্মুখীন হ‌চ্ছেন। সক‌লের দোয়া ও রায় নি‌য়ে মেয়র নির্বা‌চিত হ‌য়ে মৎস্য শি‌ল্পের সম্প্রসার‌ণে নতুন নতুন উ‌দ্যোগ নি‌য়ে মৎস্য ব্যবসায়ী‌দের পা‌শে থাক‌তে চাই। সক‌লের দোয়া ও নৌকা প্রতী‌কে ভোট চাই।

এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা ওয়া‌র্ডে আওয়ামী লীগ সম‌র্থিত কাউ‌ন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর, মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আমিনুল হক বাবুল সরকার, সদস্য সচিব এম এ মোতালেব তালুকদার, এম এ গফফার কুতুবী, দিদারুল আলম দিদার, এ কে এম ফজলুল হক, হেমায়েত হোসেন মিঠু, কাউসারুজ জামান, আনসার হোসাইন, আনিসুর রহমান আনিস, সেলিম উল্লাহ, ওয়াহিদ রহমান, হাফেজ মোহাম্মদ ইসমাইল, নুরুল আমিন, সেলিম উদ্দীন সাকু, মো. সামসুল আলম, আবুল বাশার, জয়নাল, মহি উদদীন, তারেক, জসিম উদ্দিন, মো. এরশাদ, এম আজিজ, আবেদীন, সাইফু উদদীন, রাসেল, জসিম, মো. হাবিব, মো. পারভেজ সুমন প্রমুখ।

ডা. শাহাদাতের মাস্ক বিতরণ 

এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মাস্ক বিতরণ ও মতবিনিময় সভা করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন।

শনিবার (০৯ জানুয়ারি) দিনের শুরুতে নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মাস্ক বিতরণ করেন তিনি।  

পরে উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল হাশেম তার সঙ্গে মতবিনিময় করেন। সেখানে ধানের শীষের পক্ষে প্রচারণাও চালান ডা. শাহাদাত। বিকেল তিনটায় ৪১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করবেন তিনি।  

ডা. শাহাদাত হোসেন বাংলানিউজকে বলেন, মানুষের ব্যাপক সমর্থন পাচ্ছি। সুষ্ঠু নির্বাচন হলে মানুষ ধানের শীষকে বেছে  নেবে।  

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এমএম/জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।