ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আকবরশাহ এলাকার শীর্ষ সন্ত্রাসী নুরু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
আকবরশাহ এলাকার শীর্ষ সন্ত্রাসী নুরু গ্রেফতার প্রতীকী ছবি।

চট্টগ্রাম: নগরের আকবরশাহ এলাকায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নুরে আলম প্রকাশ নুরুকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (৯ জানুয়ারি) সন্ত্রাসী নুরুকে গ্রেফতারের তথ্যটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

 

নুরে আলম প্রকাশ নুরুকে গ্রেফতারের বিষয়ে শনিবার দুপুর ১২টায় সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) কার্যালয়ে ব্রিফিংয়ের আয়োজন করেছে পুলিশ। ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে সিএমপির জনসংযোগ শাখা থেকে জানানো হয়েছে।

আকবরশাহ থানাধীন পূর্ব ফিরোজশাহ এলাকার নুরে আলম প্রকাশ নুরুর বিরুদ্ধে ২৮টি মামলা রয়েছে বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র মামলায় সাজাও রয়েছে নুরুর বিরুদ্ধে।  

নুরু আকবরশাহ থানাধীন এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। সম্প্রতি নুরুকে গ্রেফতারে অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালায় নুরু বাহিনী। পরে অভিযানে নুরুর ১২ সহযোগীকে গ্রেফতার করতে পারলেও অধরা ছিল নুরু।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।