ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ র‌্যাবের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ র‌্যাবের

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ঘোষিত মুজিববর্ষ উপলক্ষ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) এর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে নগরের বায়েজিদ থানা এলাকায় প্রায় ৫০০ ছিন্নমুল মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পর্যায়ক্রমে আরও ৭০০ শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল এসব শীতবস্ত্র বিতরণ করেন।

 

এ সময় র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদসহ র‌্যাব-৭ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মশিউর রহমান জুয়েল বাংলানিউজকে বলেন, বঙ্গবন্ধু নিপীড়িত মানুষের জন্য কাজ করেছেন। দুস্থ:দের সহায়তা করেছেন। তার জন্মশত বার্ষিকীতে সেবা সপ্তাহ পালন করছে র‌্যাব।

তিনি বলেন, এই সেবা সপ্তাহে আমরা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন, বৃক্ষরোপণ, শীতার্ত মানুষকে শীতবস্ত্র বিতরণসহ নানা উদ্যোগ নিয়েছি। বৃহস্পতিবার বায়েজিদ থানা এলাকায় প্রায় ৫০০ ছিন্নমুল মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।