ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটার দায়ে চাম্বল ইউপি চেয়ারম্যানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
পাহাড় কাটার দায়ে চাম্বল ইউপি চেয়ারম্যানকে জরিমানা

চট্টগ্রাম: পাহাড় কাটার দায়ে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মুজিবুল হক চৌধুরীসহ কয়েকজনকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।  

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) শুনানি শেষে পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন এ জরিমানার আদেশ দেন।

মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বাংলানিউজকে জানান, পাহাড় কাটার দায়ে বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুল হক চৌধুরীসহ কয়েকজনকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

এছাড়া পৃথক শুনানি শেষে পাহাড় কাটার দায়ে কক্সবাজার সদর এলাকার মো. শিমুল ও তার সহযোগীদের ১০ হাজার টাকা, নবায়নবিহীন প্রতিষ্ঠান পরিচালনার দায়ে কুমিল্লা বরুড়া এলাকার মেসার্স আয়ান ব্রিকসকে ৫ হাজার টাকা ও শর্তভঙ্গের দায়ে নোয়াখালীর চৌমুহনী এলাকার ইজি ল্যাব ডাক্তার চেম্বারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।