ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিক প্রশাসক সুজন করোনায় আক্রান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
চসিক প্রশাসক সুজন করোনায় আক্রান্ত ...

চট্টগ্রাম: করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে রয়েছে। তার স্ত্রীরও করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।

 
বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় দুইজনের করোনা পজেটিভ ফলাফল আসে। তবে তারা শারীরিকভাবে সুস্থ আছেন।
 

সুজন নগরবাসীর উদ্দেশে অনুরোধ জানিয়ে এক বার্তায় বলেছেন, আপনারা উদ্বিগ্ন হবেন না, উৎকণ্ঠিত হবেন না। মহান আল্লাহর দরবারে আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে পুনরায় নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। আমাদের সবার সহযোগিতায় আমরা যেন এ শহরকে একটি নান্দনিক শহরে রূপান্তরিত করতে পারি।  

চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ গত ৫ আগস্ট শেষ হওয়ার পর ৬ আগস্ট প্রশাসকের দায়িত্ব নেন সুজন। বৈশ্বিক মহামারী করোনা, বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড়ধসের আশঙ্কা থাকায় নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় খোরশেদ আলম সুজনকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২৭ জানুয়ারি চসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে।  

চসিকে করোনা আতঙ্ক
চসিক প্রশাসক খোরশেদ আলম সুজনের করোনা পজেটিভ হওয়ার সংবাদে আতঙ্ক ছড়িয়ে পড়েছে চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। নমুনা দেওয়ার পরও বুধবার অফিসে দায়িত্ব পালন করেছেন সুজন। এ সময় সাংবাদিকদের ব্রিফিংও করেন তিনি।  
>> চসিক প্রশাসকের চেয়ারে সুজন

বাংলাদেশ সময়: ১৬৩৬  ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।