ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শীতার্তদের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
শীতার্তদের কষ্ট লাঘবে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান শীতবস্ত্র বিতরণ করেন চসিকের সাবেক মেয়র এম মনজুর আলম

চট্টগ্রাম: শীতার্তদের কষ্ট লাঘবে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলম।  মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনা ও চসিকের সাবেক মেয়র এম মনজুর আলমের ব্যক্তিগত উদ্যোগে বুধবার (৬ জানুয়ারি) উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজ চত্বরে ১০ নম্বর উত্তর কাট্টলী ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের নারী-পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

 

প্রধান অতিথির বক্তব্যে এম মনজুর আলম বলেন, প্রচণ্ড শীতে বাস্তুহারা অসহায় গৃহহীন মানুষগুলোর দুঃখের সীমা থাকে না। তাই প্রতিবছরের মতো এ বছরও অসহায় শীতার্তদের পাশে এগিয়ে এসেছে মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

নগরের বিভিন্ন ওয়ার্ডে ধারাবাহিকভাবে চলছে কম্বল বিতরণ।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকবরশাহ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান আলী, মোস্তফা-হাকিম কেজি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, স্কুল পরিচালনা পর্ষদের সদস্য নেছার আহাম্মদ, তৈয়বিয়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।