ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কুটুম্ববাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
কুটুম্ববাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানের চিত্র

চট্টগ্রাম: নগরের অলংকার মোড়ের কুটুম্ববাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে। তেলাপোকা আর ময়লা-আবর্জনাপূর্ণ স্থানে খাবার প্রস্তুত ও সংরক্ষণ, কিচেনে খোলা ডাস্টবিন রাখা, রং দেওয়া করমচাকে চেরি হিসেবে ব্যবহার এবং ময়লাযুক্ত ফিরনি বিক্রির রাখায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ জরিমানা করে।

 

এপিবিএন ৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্ল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান।  

মুহাম্মদ হাসানুজ্জামান বাংলানিউজকে জানান, অভিযানে ৬ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ১ লাখ ৫ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।

অভিযানে হাইড্রোজ, নকল চেরি, ময়লা ও তেলাপোকাযুক্ত ফিরনি, মেয়াদবিহীন কাটা ওষুধ, মেয়াদোত্তীর্ণ দই-মিষ্টি ধ্বংস করা হয়।

খুলশী থানার টেকনিক্যাল মোড়ের ফাতেমা ফার্মেসিকে মেয়াদবিহীন কাটা  ওষুধ সংরক্ষণ করায় ৪ হাজার টাকা জরিমানা, গ্রিন বেকারিকে পণ্যের প্যাকেটে উৎপাদন, মেয়াদ, মূল্য উল্লেখ না করা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রক্রিয়া করায় ১৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়।

আকবরশাহ্ থানার আকবরশাহ্ মাজার রোডের মালেক হোটেলকে হাইড্রোজ ব্যবহার করে জিলাপি তৈরি করায় ৬ হাজার টাকা, মিয়াজী স্টোরকে মেয়াদোত্তীর্ণ দই ও রসমালাই রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
অলংকার মোড়ের মক্কা ফুডকে কোমল পানীয়ের কৌটায় মূল্য ঘষামাজা করে ৩৫ টাকার স্থলে ৬৫ টাকায় বিক্রি ও মেয়াদোত্তীর্ণ রসমালাইয়ের মেয়াদ তুলে বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মুহাম্মদ হাসানুজ্জামান।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।