ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গাঁজা সেবনের দায়ে ১০ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
চট্টগ্রামে গাঁজা সেবনের দায়ে ১০ জনের কারাদণ্ড

চট্টগ্রাম: নগরের লাল দীঘির পাড়, পুরাতন রেলস্টেশন ও পাহাড়তলীর ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের দায়ে ১০ জনকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৬ জানুয়ারি) অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তা পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী। অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান।

অভিযানে লাল দীঘির পাড় ও পুরাতন রেলস্টেশন এলাকা থেকে ১০ জন মাদকসেবীকে গাঁজা সেবনরত অবস্থান আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া পাহাড়তলী থানার ইসলামপুর এলাকার নজু কলোনী থেকে মো. মনির হোসেন নামে একজনকে ১ হাজার ৪৫০ গ্রাম গাঁজাসহ আটকের পর তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।