ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে উইম্যান চেম্বারের কর্মশালা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে উইম্যান চেম্বারের কর্মশালা ...

চট্টগ্রাম: নতুন উদ্যোক্তা সৃষ্টি ও উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনকে অবহিত করার লক্ষ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) সেমিনার হলে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, এসএমই ফাউন্ডেশন এবং সিডব্লিউসিসিআই’র সমন্বয়ে বাস্তবায়নাধীন ‘সেকেন্ড স্মল অ্যান্ড মিডিয়াম সাইজড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের’ কারিগরি সহায়তায় বিজনেস ইনকিউবেশন সেন্টারের মাধ্যমে মঙ্গলবার (৫ জানুয়ারি) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

সিডব্লিউসিসিআই’র প্রেসিডেন্ট ইনচার্জ (সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট) আবিদা মোস্তফার সভাপতিত্বে কর্মশালায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ইনকিউবেশন এক্সপার্ট সফিকুর রহমান খান, এসএমই ফাউন্ডেশনের ডিজিএম মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, এজিএম সুমন চন্দ্র সাহা ও মোর্শেদ আলম, অ্যাডভোকেট শাহীন আফতাবুর রহমান চৌধুরী, এসএস ট্রেডিং ওয়াটার বাস সার্ভিসের চেয়ারম্যান শাখাওয়াত হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জামাল, চট্টগ্রাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক প্রফেসর ডা. মো. মশিউল হক, সাউদার্ন ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের প্রধান প্রফেসর ড. ইসরাত জাহান, প্রফেসর রেহনুমা সুলতানা, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের প্রেসিডেন্ট ইনচার্জ সৈয়দ মো. মোর্শেদ হোসাইন উপস্থিত ছিলেন।  

অন্যান্যের মধ্যে বিডার প্রশিক্ষক সিন্ধু গাইন, নাসিব চট্টগ্রামের প্রেসিডেন্ট মো. নুরুল আজম খান, ঢাকা ব্যাংকের এভিপি মো. রফিকুল ইসলাম, ইপিবির ইনভেস্টিগেটর মো. মজিবুর রহমান, সিডব্লিউসিসিআইর পরিচালক (প্রশিক্ষণ এবং ক্যাপাসিটি বিল্ডিং) লুৎমিলা ফরিদ, পরিচালক শাহেলা আবেদিন, সাবেক ভাইস-প্রেসিডেন্ট জেসমিন আক্তার, সাবেক পরিচালক কাজী তুহিনা আক্তার, লুৎফা সানজিদা, খালেদা আক্তার চৌধুরী, সদস্য সিতারা রহমান, বেবী হাসান প্রমুখ কর্মশালায় অংশ নেন।

 

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এআর/টিসি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।