ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনা শনাক্তে চট্টগ্রামে অ্যান্টিজেন পরীক্ষা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২১
করোনা শনাক্তে চট্টগ্রামে অ্যান্টিজেন পরীক্ষা শুরু ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: অল্প সময়ের মধ্যে করোনার নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামেও শুরু হয়েছে অ্যান্টিজেন পরীক্ষা।  

বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমদ বুধবার (৬ জানুয়ারি) বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, মঙ্গলবার (৫ জানুয়ারি) থেকে বিআইটিআইডি ল্যাবে অ্যান্টিজেন টেস্ট শুরু করেছি। প্রথমদিন ৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে একটি পজেটিভ আসে। অল্প সময়ের মধ্যে আমরা রিপোর্ট দিয়ে দিচ্ছি।  

‘স্বাস্থ্য অধিদফতর থেকে ১ হাজার কিট দেওয়া হয়েছে। গত সোমবার আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয় বলেও জানান তিনি। ’ 

এর আগে গত বছরের ২১ সেপ্টেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব বিলকিস বেগম স্বাক্ষরিত এক আদেশে অ্যান্টিজেন টেস্টের অনুমতি দেওয়া হয়।  

পরে গত ৫ ডিসেম্বর থেকে করোনাভাইরাস শনাক্তের অ্যান্টিজেন পরীক্ষা দেশের ১০টি জেলায় শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।