ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লালখান বাজারে ‘রোজউড’ নিয়ে র‍্যাংকস এফসি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
লালখান বাজারে ‘রোজউড’ নিয়ে র‍্যাংকস এফসি 

চট্টগ্রাম: লালখান বাজারে প্রথমবারের মতো প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে র‍্যানকন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ও দেশের অন্যতম শীর্ষ ডেভলপার র‍্যাংকস এফসি প্রোপার্টিস।  

সম্প্রতি ১৮ কাঠা জায়গার উপর ৪০টি অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট নির্মাণের লক্ষ্যে ভূমি মালিক রুশি জাহানের সাথে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন করেছে প্রতিষ্ঠানটি।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে র‍্যাংকস এফ সির পক্ষে উপস্থিত ছিলেন এম ডি ফাহিম ফারুক চৌধুরী, সিইও তানভীর শাহরিয়ার রিমন, জিডিএম বিজনেস ডেভলপমেন্ট শফিউল আলম জুয়েল।  

এই চুক্তির আওতায় অত্যাধুনিক স্থাপত্য নকশায় ‘এসআরএস রোজউড’ নির্মিত হবে।

জায়গার প্রায় ৫০ শতাংশ ছেড়ে দেওয়া হবে নানা লাইফস্টাইল অনুসঙ্গে প্রকল্পকে সাজাতে। যা ইট, বালু, সিমেন্ট আর পাথরের ইমারতে আনবে প্রাণের স্পন্দন।  

ডাবল হাইট গ্র্যান্ড প্রবেশদ্বার দিয়ে ঢুকতেই থাকবে স্টারক্লাস অভ্যর্থনা ডেস্ক। সিড়ি বেয়ে দোতলায় উঠলেই থাকবে বিশালাকার স্টারলাউঞ্জ। থাকবে কফি কর্নার, মিনি থিয়েটার এবং অভিনব বুক কর্নার। দুটি হাই স্পিড মাল্টিপারপাস লিফট বেয়ে ছাদে উঠলেই দেখা মিলবে অবারিত আকাশ।

এছাড়া ভার্টিকাল গ্রিন গার্ডেন, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াটার বডি, জিম, আগুনরোধী জরুরি নির্গমণ সিড়িসহ সমসাময়িক জীবনধারার নানা সুবিধার সম্মিলন ঘটবে এই প্রকল্পে।  

প্রকল্পটির স্থাপত্য নকশা করছে র‍্যাংকনের অঙ্গ প্রতিষ্ঠান ইনস্পেস আর্কিটেক্ট। প্রকল্পটির প্রধান স্থপতি ওয়াহিদুর রহমান আদিব বলেন, এই প্রকল্পটিতে নকশায় নানা নতুনত্ব আনার চেষ্টা করছি। প্রকৃতিকে ধারন করে জলবায়ু পরিবর্তনের নানামুখী চ্যালেঞ্জগুলো মাথায় রেখে আধুনিকতম প্রকল্প ডিজাইন করাই আমাদের লক্ষ।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ২০২১ এর মাঝামাঝিতে নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তিন শয়নকক্ষের এই অ্যাপার্টমেন্টগুলোর বর্গফুটপ্রতি উদ্বোধনী মূল্য রাখা হবে ৭ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad