ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পিডিবিতে ৯ মাসে নেই একটিও অভিযান 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, জানুয়ারি ৫, ২০২১
পিডিবিতে ৯ মাসে নেই একটিও অভিযান 

চট্টগ্রাম: করোনার অজুহাতে ৯ মাসে একটিও অভিযান পরিচালনা করেনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম। ফলে কমে গেছে বকেয়া ও জরিমানা আদায়।


 
পিডিবির সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত ৩৫টি অভিযান পরিচালনা করে ৩৮০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কিন্তু ২০২০ সালের মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাসে একটি অভিযানও পরিচালনা করা হয়নি।

পিডিবির সর্বশেষ অভিযান ছিলো মার্চের শুরুর দিকে। ওই মাসে মাত্র ৪টি অভিযান চালিয়ে ৬৭টি সংযোগ বিচ্ছিন্ন করে ২৬ লাখ ৯৭ হাজার ৭৪২ টাকা বকেয়া আদায় করা হয়। পাশাপাশি জরিমানা আদায় করা হয় ১২ লাখ ৮৮ হাজার ৪৯০ টাকা।  

সম্প্রতি পিডিবি চট্টগ্রামের প্রধান প্রকৌশলী মো. শামছুল আলম বাংলানিউজকে বলেন, করোনার কারণে অভিযান বন্ধ রাখতে হয়েছে। শিগগিরই আবারও অভিযান শুরু হবে। অভিযান বন্ধ থাকলেও আমরা কিন্তু বসে নেই। বকেয়া ও জরিমানা আদায়ে মানুষকে নানাভাবে বুঝানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
জেইউ/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।