ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

করোনার জিনের বিন্যাস উন্মোচন: গবেষকদের সংবর্ধনা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২১
করোনার জিনের বিন্যাস উন্মোচন: গবেষকদের সংবর্ধনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা থেকে সংগৃহীত করোনা ভাইরাসের জিনের বিন্যাস উন্মোচনকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চার গবেষককে সংবর্ধনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

গবেষকরা হলেন- বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইমরানুল হক এবং ড. এইচ এম আবদুল্লাহ আল মাসুদ।  

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান-গবেষণার উন্মুক্ত চারণভূমি।

এ চারণভূমিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অদম্য গতিতে এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে এবং চবিকে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে আরও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।  

অনুষ্ঠানে ড. রবিউল হাসান ভূঁইয়া এবং ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সিং (জিনের বিন্যাস) উন্মোচনের বিবরণ তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি সিনেট সদস্য অধ্যাপক ড. মো. দানেশ মিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদর ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হোসাইন, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এমএ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।