চট্টগ্রাম: হাটহাজারীর ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় সেতুর নিচ থেকে মাটি কেটে সেতু ঝুঁকিতে ফেলায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন, ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় সোনাইকুল মিয়াজী মসজিদের পাশের রাস্তার উপর একটা সেতুর নিচ থেকে মাটি কেটে নিচ্ছিলেন এক ব্যক্তি।
তিনি বলেন, অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি সেতুর নিচ থেকে মাটা কাটার দায়ে আব্দুল মোনাফ নামে ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এমআর/টিসি