ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সেতুর নিচ থেকে মাটি কাটায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৫, জানুয়ারি ৫, ২০২১
সেতুর নিচ থেকে মাটি কাটায় জরিমানা

চট্টগ্রাম: হাটহাজারীর ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় সেতুর নিচ থেকে মাটি কেটে সেতু ঝুঁকিতে ফেলায় এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।

অভিযানে নেতৃত্ব দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন, ধলই ইউনিয়নের মনিয়াপুকুর এলাকায় সোনাইকুল মিয়াজী মসজিদের পাশের রাস্তার উপর একটা সেতুর নিচ থেকে মাটি কেটে নিচ্ছিলেন এক ব্যক্তি।

এতে সেতুটি ভেঙে যাওয়ার শঙ্কা তৈরি হয়।

তিনি বলেন, অভিযান চালিয়ে মাটি কাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারি সেতুর নিচ থেকে মাটা কাটার দায়ে আব্দুল মোনাফ নামে ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২১
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।