ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

১৪৪ দেশ ঘুরে বন্দরনগরে পরিব্রাজক নাজমুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, ডিসেম্বর ৩১, ২০২০
১৪৪ দেশ ঘুরে বন্দরনগরে পরিব্রাজক নাজমুন নাজমুন নাহার।

চট্টগ্রাম: ‘পতাকা কন্যা’ খ্যাত প্রথম বিশ্বজয়ী পরিব্রাজক নাজমুন নাহার এর সম্মানে নগরে অনুষ্ঠিত হবে সংবর্ধনা অনুষ্ঠান।  

সাংস্কৃতিক সংগঠন স্বপ্নযাত্রী’র আয়োজনে শুক্রবার (১ জানুয়ারি) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির গ্যালারি হলে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে এ আয়োজন।

 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম, বিশেষ অতিথি থাকবেন কবি সাংবাদিক এজাজ ইউসুফী, লক্ষ্মীপুর জেলা সমিতির সভাপতি সাবেক কাউন্সিলর মো. এম এ কাশেম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক নাট্যজন সাইফুল আলম বাবু।

উল্লেখ্য, বিশ্বের ১৪৪ দেশে ভ্রমণকারী এই পরিব্রাজকের যাত্রা শুরু হয় ২০০০ সালে ভারত ভ্রমণের মধ্যদিয়ে।

এই ২০ বছরে মাকে নিয়ে ১৪ দেশ ঘুরলেও বাকি ১৩০টি দেশ ঘুরেছেন একাই, যার অধিকাংশই সড়কপথে। যেখানেই গিয়েছেন সেখানেই বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরে শান্তি ও একতার বার্তা পৌঁছে দিয়েছেন নাজমুন। তার লক্ষ্য, পৃথিবীর সব দেশের কাছে বাংলাদেশকে তুলে ধরা।

নাজমুনের সম্মানে আয়োজিত অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।