ঢাকা, শুক্রবার, ২৬ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গ্যাস লিকেজ থেকে আগুন, পুড়লো বসত ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
গ্যাস লিকেজ থেকে আগুন, পুড়লো বসত ঘর

চট্টগ্রাম: বোয়ালখালীর পশ্চিম কদুরখীল রহমত আলী ফকিরের বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে একাধিক কক্ষ বিশিষ্ট ৫টি বসত ঘর পুড়ে গেছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার স্টেশন লিডার নুরুল আবেদীন বাংলানিউজকে জানান, রান্না ঘরের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি বলেন, সড়কের মাঝখানে পিলার দিয়ে রাখায় ফায়ার স্টেশনের বড় গাড়ি ঘটনাস্থলে যেতে পারেনি। পরে ছোট গাড়ি এনে আগুন নির্বাপন করা হয়।  

অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি এবং ১৫ লাক টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান ফায়ার স্টেশন লিডার নুরুল আবেদীন।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।