চট্টগ্রাম: নগরের কোতোয়ালী ও আকবর শাহ থানা এলাকায় অভিযান চালিয়ে ৮০০ গ্রাম গাঁজাসহ ১০ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) শহীদ লেন, আমানত শাহ মাজার, লালদীঘি ও রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সহায়তায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন।
অভিযানে ৮০০ গ্রাম গাঁজাসহ ১০ মাদকসেবীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন বলে বাংলানিউজকে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এমআর/টিসি