ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে নিরাপত্তা জোরদারে চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে নিরাপত্তা জোরদারে চিঠি ফাইল ছবি।

চট্টগ্রাম: সন্ধ্যার পর আগ্রাবাদ বিদ্যুৎ ভবনে বখাটের আনাগোনা ঠেকাতে নিরাপত্তা জোরদার করতে পুলিশের কাছে চিঠি দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল থেকে এ চিঠি দেওয়া হয়।

বিদ্যুৎ ভবন সূত্র জানায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান অফিস আগ্রাবাদ বিদ্যুৎ ভবন। সন্ধ্যার পর থেকে ভবনের ভেতরে খোলা মাঠে বখাটেদের আনোগোনা বেড়ে যায়।

দীর্ঘক্ষণ আড্ডা দেওয়া, ধূমপান করা ও মোটরসাইকেলের হর্ন বাজানো- সব মিলিয়ে ভীতিকর পরিবেশ বিরাজ করে বিদ্যুৎ অফিস চত্বরে।

এখানে তাদের যেসব নিজস্ব সিকিউরিটি গার্ড রয়েছে, তারা নিরস্ত্র। তাই বাধা দিলেও তাদের কথা শুনে না বখাটেরা। উল্টো তাদের সঙ্গে কথা কাটাকাটি ও সিকিউরিটি গার্ডদের মারধরের ঘটনাও ঘটেছে। এসব কর্মকাণ্ড বন্ধ করতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন জানানো হয়।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী শামসুল আলম বাংলানিউজকে বলেন, বিদ্যুৎ ভবনে এলাকার ছেলেরা ঢুকে আড্ডা দেয়। এসব বন্ধে বিদ্যুৎ ভবনে নিরাপত্তা জোরদার করতে পুলিশের কাছে চিঠি দিয়েছি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।