চট্টগ্রাম: মীরসরাইয়ে পিকআপ ভ্যান উল্টে একজনের মৃত্যু হয়েছে। এসময় চালকসহ আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটায় মীরসরাইয়েরে ঠাকুরদিঘি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বাংলানিউজকে বলেন, চট্টগ্রামগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২০
এমএম/এসি/টিসি