ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ চবি ছাত্রলীগের 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ চবি ছাত্রলীগের 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মিছিল শেষে ছাত্রলীগের সাবেক উপ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার বলেন, ১৯৬৯ সালের এই দিনে বঙ্গবন্ধু এ দেশের নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশ রেখেছিলেন। আর এই দিনেই তার ভাস্কর্যে আঘাত করা মানে এ দেশের মানচিত্রে আঘাত করা।

 

তিনি বলেন, যদিও দুষ্কৃতিকারীরা অন্ধকারে এ হামলা করার সাহস পেয়েছে। তবে আমরা জানি এই দুষ্কৃতিকারী কারা। তারাই কিছুদিন আগে ধর্মের দোহায় দিয়ে ভাস্কর্য ভাঙার দাবি তুলেছিলো। আমরা প্রশাসনের কাছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচার চাই।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এমএ/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।