ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘করোনা মোকাবিলায় বাংলাদেশ অনেকটাই সফল’ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
‘করোনা মোকাবিলায় বাংলাদেশ অনেকটাই সফল’  বক্তব্য দেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর।

চট্টগ্রাম: স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর বলেছেন, করোনা মোকাবিলায় বাংলাদেশ অনেকটাই সফল হয়েছে। যদিও প্রথমদিকে অনেকের আশঙ্কা ছিল, সারা বিশ্বে যেভাবে মানুষ মারা গিয়েছে সে অবস্থা এখানেও হতে যাচ্ছে।

কিন্তু সরকারের প্রচেষ্টায় এবং স্বাস্থ্য সংশ্লিষ্টদের আন্তরিকতার কারণে রোগীদের জীবন বাঁচাতে সক্ষম হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে মা ও শিশু হাসপাতালে পরিদর্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনা নিয়ে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত যেভাবে দিকনির্দেশনা ও পরামর্শ দিচ্ছেন-আশা করছি করোনার দ্বিতীয় ধাপ শুরু হলেও আমরা মোকাবিলা করতে সক্ষম হবো।  

মা ও শিশু হাসপাতালের কথা উল্লেখ করে তিনি বলেন, শুধু পাবলিক হাসপাতাল নয়, প্রাইভেট হাসপাতালগুলো মা ও শিশু হাসপাতালের মতো এগিয়ে এলে জনগণকে আমরা আরও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম হবো।  

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব আলী আজম খান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির, মা ও শিশু হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক, ট্রেজারার রেজাউল করিম আজাদ প্রমুখ।

পরে সচিব মো. আলী নূর মা ও শিশু হাসপাতালে আরও ১০০ শয্যার করোনা ওয়ার্ডের উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।