ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শীতকালীন সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
শীতকালীন সবজিতে ভরপুর বাজার, কমেছে দাম ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের কাঁচাবাজারগুলো এখন শীতকালীন সবজিতে ভরপুর। বিভিন্ন সবজির দাম ১০-২০ টাকা পর্যন্ত কমেছে।

 

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকালে নগরের চকবাজার কাঁচাবাজার ও রিয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা যায়, ফুলকপি ৩০-৪০ টাকা, বাধাঁকপি ৩০ টাকা, শিম ৪০ টাকা, মুলা ২০-৩০ টাকা, বেগুন ৩৫-৪০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, করলা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, লাউ ৩০ টাকা, শসা ৩০ টাকা, গাজর ৫০ টাকা, কাঁচা পেঁপে ২৫-৩০ টাকা, ছোট কচু ৩০ টাকা, শালগম ৩০ টাকা, আলু ৪৫-৬০ টাকা, টমেটো ১০০ টাকা ও কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

এদিকে মাছের বাজারে প্রতিকেজি রুই মাছ ২০০ টাকা, লইট্টা ৮০-১০০ টাকা, পাবদা ৪০০ টাকা, চিংড়ি ৩০০-৫০০ টাকা, বাটা ২০০ টাকা, কোরাল ৫৫০ টাকা, তেলাপিয়া ১৫০-২০০ টাকা, কাতাল ৩০০ টাকা, রূপচাঁদা ৫৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, একসপ্তাহ ধরে শীতকালীন শাকসবজি বাজারে প্রচুর পরিমাণে আসতে শুরু করেছে। সবজির সরবরাহ বাড়ায় দামও কমেছে।  

এদিকে মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১১৫ টাকা, লেয়ার মুরগি ১৮০ টাকা, সোনালী মুরগি ২০০ টাকা, হাড় ছাড়া গরুর মাংস ৬৫০ টাকা, হাড়সহ ৫৫০ টাকা এবং খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad