ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সন্দ্বীপ পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
সন্দ্বীপ পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি

চট্টগ্রাম: সন্দ্বীপ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ১৬ জানুয়ারি। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে তফসীল।

বুধবার (৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে জারিকৃত পরিপত্রে এ তথ্য জানানো হয়।

আসন্ন সন্দ্বীপ পৌরসভা নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর, মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ তারিখ ২২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ ডিসেম্বর।

ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারী। সীতাকুণ্ড পৌরসভায় ইভিএম এ ভোট গ্রহণ হলেও এ পৌরসভায় ভোট গ্রহণ করা হবে ব্যালটে।

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচনের রিটার্নিং অফিসার আতাউর রহমান বাংলানিউজকে বলেন, সন্দ্বীপ পৌরসভা নির্বাচন সম্পর্কিত চিঠি পেয়েছি। তফসীল অনুযায়ী নির্বাচনের কার্যক্রম শুরু করা হবে।

এদিকে আগামি ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন। এই মধ্যে ৩ মেয়র প্রার্থীসহ ৮৭ জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এমএম/এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।