ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ওয়ার্ড-ইউনিয়নেও বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠার দাবি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
ওয়ার্ড-ইউনিয়নেও বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠার দাবি

চট্টগ্রাম: সরকারি উদ্যোগে দেশের প্রতিটি ওয়ার্ড-ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে চট্টগ্রামের পেশাজীবী-সাংস্কৃতিক কর্মীদের সমাবেশ থেকে।  

বুধবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে পেশাজীবী সমন্বয় পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক স্কোয়াডের যৌথ উদ্যোগে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রফেসর ড. একিউএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাইফুল আলম বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান,  বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও পেশাজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আবু তাহের চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর বেনু কুমার দে, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি ম. সাইফুল আলম চৌধুরী ও মোসলেম উদ্দিন সিকদার, চট্টগ্রাম আবৃত্তি জোটের আব্দুল হালিম দোভাষ, গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, সাবেক কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন ও হাসান মুরাদ বিপ্লব, নৃত্য শিল্পী সংস্থার সভাপতি শারমিন হোসেন, মহানগর পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ প্রমুখ ।

বিভিন্ন সংগঠন থেকে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন- বেতার টেলিভিশন শিল্পী কল্যাণ সংস্থার সাবেক সভাপতি কায়সারুল আলম, মঞ্চ শিল্পী সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আযম টিপু, দৃষ্টির মাসুদ বকুল, খেলাঘরের আশীষ সেন, মোরশেদুল আলম চৌধুরী, রুবেল দাশ প্রিন্স, মনোয়ার জাহান মনি, জসীম উদ্দীন, উদীচী'র শীলা চৌধুরী, গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক তামরাজুল আলম, জয় বাংলা শিল্পী গোষ্ঠীর সভাপতি কবি সজল দাশ, বাংলার মুখ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মিঠুন, রূপকল্পের শাখাওয়াত হোসেন সাকু ও নঈম উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, ইয়াসির আরাফাত প্রমুখ।

উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, অধ্যাপক সঞ্জীব বড়ুয়া, অ্যাডভোকেট দীপক চৌধুরী, সিইউজে নির্বাহী সদস্য মোহাররম হোসেন, শহীদুল করিম নিন্টু, সুচরিত চৌধুরী, শিল্পী শিলা চৌধুরী, অ্যাডভোকেট টিপু শীল জয় দেব, কালার্স একাডেমীর সভাপতি ফরহাদ শাহ্, আলোকচিত্রী হান্নান হীরা, মহানগর ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন কুতুবী, জালাল আহমেদ রানা, সাজু চৌধুরী প্রমুখ।

সমাবেশে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী চট্টগ্রামে একটি বঙ্গবন্ধু স্কোয়ার প্রতিষ্ঠা করে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য, বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান।

তিনি বলেন, একাত্তরের পরাজিত শক্তি মৌলবাদীদের ডানায় ভর করে বদলা নিতে চাচ্ছে। তাই তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণের হুংকার দেওয়ার দুঃসাহস দেখায়। মামুনুল জনবিক্ষোভে চুপিসারে চট্টগ্রাম ত্যাগ করলেও রাতের আঁধারে কীভাবে, কাদের তত্বাবধানে এই হুংকারদানকারী চট্টগ্রামে আসার দুঃসাহস করে, তাও খতিয়ে দেখার দাবি জানান এই পেশাজীবী নেতা।

সমাবেশে সভাপতির বক্তব্যে পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি প্রফেসর ডা. একিউএম সিরাজুল ইসলাম অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতাকারী বাবুনগরী-মামুনুল গংয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।