ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মানবসেবা করলে সবাই স্বীকৃতি দেবে: ফারাজ করিম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
মানবসেবা করলে সবাই স্বীকৃতি দেবে: ফারাজ করিম

চট্টগ্রাম: তরুণ রাজনীতিক ফারাজ করিম চৌধুরী বলেছেন, যারা মানবকল্যাণে কাজ করে তারা দেশের সম্পদ। তাদেরকে সঠিকভাবে পরিচর্যা করা উচিৎ।

মানবসেবা করলে সবাই স্বীকৃতি দেবে।  

তিনি বলেন, করোনা মহামারির শুরু থেকেই সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সদস্যরা সাধারণ মানুষের জন্য যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন তা সত্যিই অনুকরণীয়।

এদের দেখাদেখি অন্যান্য সংগঠন এগিয়ে এলে দেশ ও সমাজের উপকার হবে।

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় কর্তৃক জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২০ অর্জন করায় সেন্ট্রাল বয়েজ অব রাউজানের নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ফারাজ করিম।  

রাউজান উপজেলা সদরের মুন্সির ঘাটা মাস্টার দা সূর্যসেন কমপ্লেক্সে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি মো. সাইদুল ইসলাম।  

সাংগঠনিক সম্পাদক মইনুদ্দিন জামাল চিশতীর পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইরফান আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সুমন দে, তসলিম উদ্দিন, দীপলু দে দীপু।

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।