ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাস্ক না পরায় ৫২ জনকে জরিমানা চট্টগ্রামে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
মাস্ক না পরায় ৫২ জনকে জরিমানা চট্টগ্রামে

চট্টগ্রাম: মুখে মাস্ক না পরায় চট্টগ্রামে ৫২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২ ডিসেম্বর) নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর নগরের বায়েজিদ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি মাস্ক না পরায় ৭টি মামলায় ৭ জনকে ৭০০ টাকা জরিমানা করেন।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক হকার্স মার্কেট ও রিয়াজুদ্দিন বাজারে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। তিনি মাস্ক না পরায় ২০ জনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

আগ্রাবাদ বাদামতলী মোড় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন অভিযান পরিচালনা করেন। তিনি মাস্ক না পরায় ১৬টি মামলায় ১৬ জনকে ২ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন।

কাজীর দেউড়ি ও কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী অভিযান পরিচালনা করেন। তিনি মাস্ক না পরায় ৯টি মামলায় ৯ জনকে ২ হাজার ৫৫০ টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।