ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ধর্ষণ মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
ধর্ষণ মামলায় পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রাম: ২০০৮ সালে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মো. সাদ্দাম হোসেন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

 

বুধবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মো. মশিউর রহমান খানের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি মো. সাদ্দাম হোসেন নগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটা আশরাফ আলী রোডের আবুল কাশেমের ছেলে।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আসামি মো. সাদ্দাম হোসেন।  

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) জেসমিন আক্তার বাংলানিউজকে জানান, ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় ২০০৮ সালে কোতোয়ালী থানায় দায়ের হওয়া মামলায় পলাতক আসামি মো. সাদ্দাম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।  

পিপি জেসমিন আক্তার জানান, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আসামি মো. সাদ্দাম হোসেন।  

২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি মো. সাদ্দাম হোসেন তার প্রতিবেশী ১৪ বছরের এক কিশোরীকে ঘরে ঢেকে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি কিশোরীর পরিবার মো. সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

২০০৮ সালের ২৭ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। ৪ নভেম্বর আদালত সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।  
 
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।