ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সমবায় সিঙ্গাপুর মার্কেটে চসিকের অভিযান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
সমবায় সিঙ্গাপুর মার্কেটে চসিকের অভিযান সড়ক, ফুটপাত ও নালার জায়গায় রাখা পণ্যসামগ্রী অপসারণ করেছে চসিক

চট্টগ্রাম: নগরের হালিশহর থানার আগ্রাবাদ এক্সেস রোডের সিঙ্গাপুর সমবায় মার্কেটের সামনের সড়ক ও হালিশহর রোডের ছোটপুল এলাকায় সড়ক, ফুটপাত ও নালার জায়গা অবৈধভাবে দখল করে পণ্যসামগ্রী অপসারণ করা হয়েছে।  

বুধবার (২ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্ব দেন।

 
চসিক সূত্রে জানা গেছে, সড়ক ও ফুটপাতে দোকানপাটের পণ্যসামগ্রী রেখে যানবাহন ও পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এ অভিযান চালানো হয়েছে। এ অপরাধের দায়ে ২১ জনের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন  পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা দেন।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।