ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীর পাড়ে বন্দরের ২ একর ভূমি দখলমুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
কর্ণফুলীর পাড়ে বন্দরের ২ একর ভূমি দখলমুক্ত কর্ণফুলীর পাড়ে বন্দরের উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম: নগরের কর্ণফুলী নদীর উত্তর পাড়ের ব্রিজঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ অভিযানে ১০১টি কাঁচা স্থাপনা উচ্ছেদ করে ২ একর ভূমি উদ্ধার করা হয়েছে।

 

বুধবার (২ ডিসেম্বর) বন্দরের অথরাইজড অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর নেতৃত্বে অভিযানে অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, ১৫ জন শ্রমিক ও ২০ জন আনসার অংশ নেন।

মুহাম্মদ শিহাব উদ্দিন বাংলানিউজকে বলেন, বন্দরের জায়গায় অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান নিয়মিত প্রক্রিয়া।

বুধবার ১০১টি স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে ২ একর ভূমি দখলমুক্ত করা হয়েছে।  

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।